February 15, 2025, 9:08 pm
এম এ আলিম রিপন ঃ মা ইলিশ রক্ষায় পাবনার সুজানগরের পদ্মায় অভিযান চালিয়েছে নৌ পুলিশ। শনিবার উপজেলার নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সো.সাইদুর রহমানের নেতৃত্বে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২৪ জেলেকে গ্রেফতার করে নৌ পুলিশ সদস্যরা। এ সময় মাছ ধরার ৭টি নৌযান, ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সো.সাইদুর রহমান জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম সুরক্ষিত করার লক্ষ্যে গত ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ পরিবহণ,মজুত,বাজারজাতকরণ,ক্রয়,বিক্রয় ও বিনিময় সরকার কর্তৃক সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে নৌ পুলিশ রাজশাহী অ লের পুলিশ সুপার রুহুল কবির খানের কঠোর নির্দেশনা অনুযায়ী নৌ পুলিশ পদ্মা নদীতে নিয়মিতভাবে টহল কার্যক্রম জোরদার করেছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে নৌ পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠের অবস্থানে রয়েছে ।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।