February 15, 2025, 8:59 pm
রিপন ওঝা, মহালছড়ি
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সভাপতি ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান(প্রতিমন্ত্রীর পদ-মর্যাদা) ২৯৮নং আসনের সাংসদ শ্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা ১৪৩০ বঙ্গাব্দ শারদীয় দূর্গা পূজার মন্ডপসমূহ পরিদর্শনে আসেন এবং উপস্থিত সকলের প্রতি শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়ের মুহুর্তে তিনি আরো বলেন, আজ দূর্গা মায়ের অষ্টমী তিথি, এই তিথিতে সমাজের নারী শক্তির উত্থান ও কল্যাণ কামনা করা হয়। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও এদেশের নারী সমাজ তথা মা-বোনদের ভাগ্যোন্নয়নে গত পনের বছর ধরে নিরলস অবদান রেখে চলেছেন। আগামীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়ন ও দেশমাতৃকার তরে নারী পুরুষের তথা জনগণের কল্যাণে ভূমিকা রাখতে অ-সাম্প্রদায়িক দেশ গড়তে নৌকা মার্কায় রায় দিতে আহ্বান জানান।
এ সময় জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও খাপাজেপ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাপাজেপ সদস্য নীলোৎপল খীসা, সদস্য খোকনেশ্বর ত্রিপুরা জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, জেলা আওয়ামী লীগ সদস্য মোঃ শামীম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম, নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি কমিশনার মোঃ আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মহালছড়ি বাজার সভাপতি সুনীল দাশ, উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকগণসহ, পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত দাশ ও সাধারণ সম্পাদক অন্তু শীলসহ আয়োজক কমিটি ও ধর্মপ্রাণ সনাতনীগণ উপস্থিত ছিলেন।
এসময় পুজা মন্ডপ কমিটির সভাপতি রনজিৎ দাশ ও সাধারণ সম্পাদক অন্তু শীলের হাতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার তুলে দেন ২৯৮নং সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
মহালছড়ি শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির ও মাইসছড়ি শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে আজ ২২অক্টোবর সফরসঙ্গী সহ আসেন।