February 15, 2025, 8:44 pm
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসনে উন্নয়নের নতুন চমক দেখাতে চান চান দিনাজপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আলতাফুজ্জামান মিতা শনিবার (২১ অক্টোবর) বিরামপুর উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় এ আশাবাদ ব্যক্ত করেন।
জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আমুল পরিবর্তন হয়েছে। এই অলৌকিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে মডেল হিসেবে উপস্থাপিত করেছেন। আগামী নির্বাচন শেখ হাসিনার অধিনেই হবে উল্লেখ করে তিনি দিনাজপুর-৬ আসনে আ’লীগ থেকে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশা করছেন।
তিনি আরো বলেন, ৭৫ পরবর্তী দুঃসময়ে কারা নির্যাতিত হয়েছিলেন এবং দল তাকে যথার্থ মূল্যায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিত সাংবাদিকবৃন্দের সকল প্রশ্নের উত্তর প্রদানপূর্বক বলেন, আমি কর্মীদেরকে শক্তির ধারা মনে করি। নেত্রী আমাকে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক করিয়েছেন। ইনশাল্লাহ্ তিনি আমাকেই অত্র আসনে দলীয় মনোনয়ন দিবেন বলে আশাকরি। আমি দলীয় মনোনয়ন শেষে আবারও আপনাদের সাথে বসবো।
মতবিনিময় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, জেলা আ’লীগের সদস্য রুহুল আমীন সরদার, জেলা পরিষদের সদস্য একরামুল হক, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলজার হোসেন, সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, মুকুন্দপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মামুনুল ইসলাম, দিওড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় বিরামপুর, নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
মো. জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।