February 15, 2025, 8:18 pm
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা পৌরসভার উদ্যোগে পৌরসভাস্থ ৬টা পূজা মন্দিরের পূজা উদযাপনের প্রস্তুতি সভা ও সিসি ক্যামেরা ও মনিটর প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে পৌরসভার কার্যালয়ে আলোচনা সভা শেষে এসকল সামগ্রী মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট তুলে দেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। এসময় প্যানেল মেয়র এস এম তৈয়বুর রহমান ও কবিতা রাণী দাশ, কাউন্সিলর আসমা আহমেদ, এস এম ইমদাদুল হক, ইমরান সরদার ও গফ্ফর মোড়ল, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরকার, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ি সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রভাষক উজ্জ্বল বিশ্বাস, বাতিখালী হরিতলা মন্দিরের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রমথ সানা, ষোলআনা ব্যবসায়ী পূজা মন্দিরের সভাপতি উত্তম সাধু, শিববাটি মন্দিরের সেক্রেটারি মঙ্গল মন্ডল, সরল দাশপাড়া মন্দিরের সেক্রেটারি প্রেমচাঁদ দাশ, শিববাটি মন্দির সভাপতি ভবেন্দ্রনাথ সানা, সেক্রেটারি মঙ্গল মন্ডল, শিববাটি পূর্বপাড়া মন্দিরের সভাপতি প্রশান্ত মন্ডল, পৌরসভার সহকারী হিসাবরক্ষক মৃণাল সানা, সঞ্জীব দাশ, স্বপন দাশ সহ অনেকে উপস্থিত ছিলেন।