October 13, 2024, 4:54 pm
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার ৬১টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.আ.ম আব্দুর রহিম পাকন এর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্ডপের জন্য নগদ ২৫০০/- হাজার টাকা করে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হয় মন্দির কমিটির নেতৃবৃন্দের নিকট। বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.আ.ম আব্দুর রহিম । অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো ও সাংগঠনিক সম্পাদক বিজন কুমার পাল। স ালনা করেন পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত কুমার কুন্ডু । অনুষ্ঠানে সকল মন্দির কমিটির নেতৃবৃন্দ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি শফিক আল কামাল , দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি ।