October 14, 2024, 8:16 pm
এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় নিখোঁজের চারদিন পর প্রেমিকার বাড়ির সামনে থেকে রাজীব শেখ (১৯) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার গিমটাকাঠি গ্রামের একটি কচাগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাজীব শেখ বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের সাইফুল শেখের ছেলে।
রাজীবের চাচা শেখ বাদশা বলেন, রাজীবের সঙ্গে কচুয়া উপজেলার গিমটাকাঠি গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এর আগে একবার ওই মেয়েটি রাজীবের বাড়িতে চলে আসে। পরে তাকে তার পরিবার নিয়ে যায়। চারদিন আগে রাজীব শেখ নিখোঁজ হয়। তার মোবাইলও বন্ধ ছিল। সকালে একজনের ফোন পেয়ে জানতে পারি রাজীবের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। বাদশার দাবি, গত রোববার একটি মেয়েকে রাজীব উত্ত্যক্ত করেছেন বলে ৯৯৯-এ ফোন করা হয়। পুলিশ গেলে তারা বলে ছেলেটি চলে গেছে। রাজীবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
স্থানীয় কচুয়া সদর ইউপি সদস্য আজাদ বালি বলেন, ছেলেটির সঙ্গে আমার ওয়ার্ডের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি আগেই শুনেছি। তবে মেয়েটির বয়স কম। সকালে মেয়ের বাড়ির সামনে গিয়ে ওই ছেলের ঝুলন্ত মরদেহটি দেখতে পাই।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন হোসেন বলেন, খবর পেয়ে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।