October 5, 2024, 2:15 am
ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
পাইকগাছায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প (জিসিএ) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডিএসকে আলোচনা সভা ও নারী জীবিকায়ন দলের উৎপাদিত পণ্য প্রদর্শনের আয়োজন করে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তথ্য সেবা সহকারী কর্মকর্তা জাহানারা খাতুন, ইউএনডিপি’র জেলা কো-অর্ডিনেটর লুৎফা পারভীন, জেন্ডার এম্পাওয়ারমেন্ট এসোসিয়েট কানিজ ফাতেমা, একোয়াকালচারিস্ট শামীম আহম্মেদ, লাইভলিহুড অফিসার মাসুদ কামাল, ডিএসকে’র প্রকল্প ব্যবস্থাপক মর্তুজা আলী ও জেন্ডার প্রমোটর বজলুর রহমান। দিবসটি উপলক্ষে অফিসার্স ক্লাব চত্¦রে নারী জীবিকায়ন দলের উৎপাদিত পণ্য প্রদর্শন করা হয়।
ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা।