October 14, 2024, 8:57 pm
কামরুল হাসান মিলন ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল নিশ্চিন্তা বাজারে অ্যাকশন ইন বাংলাদেশ (এইব) এর আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ১৭ (অক্টোবর) মঙ্গলবার বেলা ১১ টায় অফিস চত্বরে হতদরিদ্র অসচ্ছল প্রতিবন্ধী ও বিধবা স্বামী পরিত্যক্ত পরিবারের মাঝে আয় বৃদ্ধিমূলক কর্মসূচির বিনামূল্যে ৬টি বকনা গরু বিতরণ এবং প্রজননের মাধ্যমে সংকর জাতের বাছুর পালন শীর্ষক কৃষি প্রযুক্তি হস্তান্তর প্রকল্প/২৩ আলোচনা সভায় সভাপতিত্ব করেন এইব-এর নির্বাহী পরিচালক মোজাফ্ফর হোসাইন। বড়তারা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহারুল ইসলাম বাবু, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ পলাশ চন্দ্র রায়, বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, মাঠ সংগঠক আব্দুল আজিজ ও বিভিন্ন উপকারভোগীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সংস্থার ব্যবস্থাপক রফিকুল ইসলাম।