October 9, 2024, 4:35 pm
বি এম মনির হোসেনঃ-
ফিলিস্তিনীদের উপর ইসরাইলী বাহিনীর বর্বোরোচিত হামলার প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় ওলামা একরাম ও তৌহিদী জনতার ব্যানার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলীক একাডেমী মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় আহ্বায়ক বাগধা মাদ্রাসার প্রধান মুহতামিম মুফতী মঈন উদ্দিন এর সভাপতিত্বে যুগ-যুগ ধরে নিরীহ ফিলিস্তিনীদের উপর ইসরাইলের বর্বোরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, ওই মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা ইসমাইল, মুফতী শরীফ হোসেন, মুফতী হাফিজুর রহমান, মাওলানা আল আমীন হোসাইনসহ প্রমুখ নেতৃবৃন্দ।প্রতিবাদ সভা শেষে বাদ আছর উপজেলার প্রধান প্রধান সড়কে বিভিন্ন শ্লোগান দিয়ে ফিলিস্তিনীদের উপর ইসরাইলী বাহিনীর বর্বোরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা।