October 12, 2024, 2:59 am
এম এ আলিম রিপনঃ পাবনা জেলার সুজানগর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের ২৬ জন কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সম্প্রতি সময়ে ১০জন কর্মকর্তার অন্যত্র বদলি এবং ৫ জন কর্মকর্তার অবসরজনিত কারণে বিদায় এবং বিভিন্ন দপ্তরে সম্প্রতি যোগদান করায় ১১ কর্মকর্তাকে বরণ করে নেওয়া হয়। সুজানগর অফিসার্স ক্লাবের উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো.মনোয়ার হোসেনের স ালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নবাগত উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, নবাগত উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.আবু রেজা তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(অবঃ)আফজাল হোসেন, বদলি জনিত কারণে বিদায়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের সিনিয়র ব্যবস্থাপক রায়হানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কুদ্দুস ও আলহাজ¦ মো.আতাহার আলী অগ্রণী ব্যাংক লিমিটেডের অফিসার (অবঃ) । অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি মো. তরিকুল ইসলাম তার বক্তব্যে বদলি জনিত কারণে বিদায়ী কর্মকর্তাগণ নতুন কর্মস্থলে একইভাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে সরকারের ভাবমূর্তি উজ্জল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। শেষে সুজানগর অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাদের ক্রেস্ট প্রদান এবং নবাগত অফিসারদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি।