October 9, 2024, 1:12 pm
কে এম শহিদুল্লাহ,
স্টাফ রিপোর্টার:
সিলেটের মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমা খান আরজু ছিনতাইয়ের ঘটনায় মামলা রুজু, প্রধান আসামী ফয়সল। দীর্ঘ তদন্ত শেষে সিলেট কোতোয়ালি পুলিশ ১৬ অক্টোবর তিনজনের নামে ছিনতাই মামলা রেকর্ড করেছে। এর মধ্যে প্রধান আসামি ফয়সল আহমদ সনাক্ত হয়েছে। তাকে গ্রেফতারের জন্যে পুলিশ অভিযান শুরু করেছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২ অক্টোবর সন্ধ্যা সাতটায় নাজমা বেগম ভাতিজির বিয়ের জিনিসপত্র কেনাকাটার জন্যে নগরীর বালুচরের বাসা থেকে জিন্দাবাজারে রওয়ানা হন। তাঁকে বহনকারী রিকশাটি শাহী-ঈদগাহ-কাজিটুলা উচা সড়কে যাওয়া মাত্র তিন ছিনতাইকারী গতিরোধ করে। চিহ্নিত ছিনতাইকারী ফয়সল আহমদ ধারালো অস্ত্র দিয়ে আরজুকে জিম্মি করে ফেলে। এসময় অন্য দুই ছিনতাইকারী নাজমা খান আরজুর ভ্যানেটি ব্যাগ, স্বর্ণের গলার হার ও কানের দুল ছিনিয়ে নেয়। এতে নগদ টাকাসহ প্রায় চার লাখ টাকার জিনিসপত্র ছিনতাই করে ছিনতাইকারীরা। ছিনতাই শেষে ছিনতাইকারীরা নির্বিঘ্নে পালিয়ে যায়। ছিনতাইয়ে অংশ নেয়া ফয়সল আহমদকে সনাক্ত করতে সক্ষম হন আরজু। ফয়সল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর গোলাপনগর গ্রামের মনাই মিয়ার পুত্র। এই ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তদন্তে নামে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর ১৬ অক্টোবর মামলা হিসেবে রেকর্ড করা হয়। পুলিশ ছিনতাইকারী ফয়সলকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।
এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি মো আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ কমিশনারের নির্দেশে চুরির মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।