October 12, 2024, 3:25 am
মোংলা প্রতিনিধি
মোংলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর সিএসও নেটওয়ার্ক কমিটির সদস্যদের দিনব্যাপী এ্যডভোকেসী ও গনতান্ত্রিক নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সাকাল সাড়ে ৯ টায় মোংলা প্রেস ক্লাবের হল রুমে এই প্রশিক্ষণ শুরু হয়। মোংলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর সিএস ও নেটওয়ার্ক সদস্যদের কিভাবে তাদের অধিকার বা সুবিধা পাবে সেই বিষয় প্রশিক্ষনে বিশেষ গুরুত্ব দেয়া হয়। এসময় মুল বক্তব্য ও অংশগ্রহণকারীদের ধারণা দেন এম আরাফাত হোসেন, প্রকল্প সমন্বয়কারী , ইভলভ প্রকল্প,সিএন আর এসব, তিনি ধরন ও কৌশল তুলে পরিকল্পনা পরামর্শক ও অমল বিশ্বাস, মাঠ সহায়ক ইভলভ প্রকল্প, সিএন আরএস। দিন ব্যাপি এই প্রশিক্ষণে নাগরিক এর সুবিধা তার অধিকার অদায় কিভাবে করবে এই বিষয় ধারনা কৌশল এর গুরুত্বপূর্ণ ধারনা এবং প্রতিবেদন তৈরির প্রয়োজনীয়তা ও সমাজে উপজেলা সিএসও নেটওয়ার্ক কমিটির সদস্যদের দিনব্যাপী এ্যডভোকেসী ও গনতান্ত্রিক নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ ও দেয়া হয়।