October 5, 2024, 3:34 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ফিলিস্তিনের উপর চলছে ইসরায়েলী অগ্রাসন আর হামলা ও হত্যা। আর এ হামলার প্রতিবাদে গোপালগঞ্জে চলছে প্রতিবাদ। এ প্রতিবাদে বড়দের পাশাপাশি সামিল হচ্ছে শিশুরাও।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের অনুষ্ঠিত হয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। আর এ সমাবেশে ফিলিস্তিনের পতাকা হাতে যোগ দেয় ৪ বছরের শিশু মো: আবু হুরাইবা। সদর উপজেলার চর সোনাকুড় গ্রাম থেকে বাবা মো: হাবিবুর রহমানের কালে চড়ে প্রতিবাদ সমাবেশ স্থলে আসে ওই শিশু আবু হুরাইবা। এসময় ওই শিশু ফিলিস্তিনের পতাকা উড়ায়। আর এমন দৃশ্য ছিল চোখে পরার মত।
শিশুটির বাবা বাবা মো: হাবিবুর রহমান বলেন, ফিলিস্তিনের মুসলমানদের নির্বিচারে হত্যা করছে ইসরায়েলী সেনারা। যে কারনে প্রতিবাদ জানাতে আমার বাচ্চাকে নিয়ে প্রতিবাদ সমাবেশে এসেছি। ও যেন বড় হয়ে ইসলামকে ধারন করতে পারে সেই শিক্ষা দিচ্ছি। #