October 9, 2024, 12:09 pm
এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে মন্দির কমিটির নেতৃবৃন্দদের নিয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো। সভায় শারদীয় দূর্গা উৎসব উদযাপনে সমস্যার কথা তুলে ধরে মন্দির প্রতিনিধিরা। যা সমাধানের আশ্বাস দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। এছাড়া আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। । উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো জানান এবারে সুজানগর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি।