October 13, 2024, 6:31 am
মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৪ অক্টোবর শনিবার সকাল ১১ টায় উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে,ইসরাইলী আগ্রাসন বন্ধ, নির্বিচারে ফিলিস্তিনি জনগণকে হত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উজিরপুর ডাকবাংলা চত্বর থেকে শুরু করে উজিরপুর বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উজিরপুর টেম্পুষ্ট্যান্ডে গিয়ে ওয়ার্কার্স পার্টি উজিরপুর উপজেলা কমিটির সভাপতি ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সদস্য এইচ,এম,হারুন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সদস্য জাহিদ হোসেন খান ফারুক, বিমল চন্দ্র করাতী, সুমন পান্ডে, উপজেলা যুবমৈত্রী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কৃষক নেতা সম্রাট মজুমদার, মহসিন মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন আমেরিকার মদদপুষ্ট ইসরাইল, নিরীহ ফিলিস্তিনি জনগণকে নির্বিচারে হত্যাকান্ড চালাচ্ছে। অবিলম্বে মানবতা বিরোধী হত্যাকান্ড ও যুদ্ধ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবী জানান।