October 5, 2024, 2:49 am
রফিকুল ইসলাম ঃ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে জাতীয় শ্রমীকলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন শ্রমীকলীগের উদ্যোগে ১৩ অক্টোবর শুক্রবার বিকালে চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে র্যালী অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়কি প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে চরমোন্তাজ ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ মুছা দফাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হাওলাদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন, প্রতিষ্ঠাবাষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আক্কাস ফরাজি, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যন ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মস্তফা কামাল, চরমোন্তাজ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান ডিপ্টি, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল-আমীন হাওলাদার, ঘাট শ্রমিক লিগের সভাপতি মোঃ নজরুল ইসলাম সহ আওয়ামী লীগের, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লিগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ মুছা দফাদার তার বক্তব্যে বলেন, শ্রমিকলীগ সব সময় শ্রমিকদের দাবীর ব্যাপারে স্বোচ্ছার থাকে। শ্রমিকরা যখন যে দাবী করেন তা বর্তমান সরকার পুরন করে দেন। যার জন্য শ্রমিকদের বাংলাদেশে আন্দোলন করতে হয় না। মানুষের কল্যানের জন্য সব সময় শ্রমিকরা কাজ করে থাকেন। পরে দলীয় কার্যালয়ে দোয়া-মিলাদ ও কেক কাটা হয় ।