October 9, 2024, 7:11 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌরসভা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে র্্যালী, কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে এক বর্ণাঢ্য র্্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ নেতা শেখ আনিসুর রহমান মুক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু । বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মশিউর রহমান, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু, কে ডি বাবু, আকরামুল ইসলাম,শ্রমিক নেতা আনারুল ইসলাম, শেখ জামাল হোসেন, মানবেন্দ্র মন্ডল, পরেশ মন্ডল, হাবিবুর গোলদার, আব্দুর রহিম, সাদ্দাম হোসেন মানিক, দীপঙ্কর মন্ডল, ইবাদুল ইসলাম, ইউনুস আলী গাজী, মান্না দে ও মনিরুল ইসলাম।