October 9, 2024, 3:49 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
খুলনার পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৯ পরোয়ানার আসামিকে গ্রেফতার করেছে। সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, হরিঢালী ইউনিয়নের সিলেমানপুর গ্রামের তুষার মোল্লা, রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের মোস্তফা গাজীর স্ত্রী জহুরা খাতুন, কাটিপাড়া গ্রামের বাদল দেব নাথের ছেলে অমিত দেব নাথ, বলাই নন্দির ছেলে নিমাই নন্দি, নিমাই নন্দির স্ত্রী অঞ্জনা নন্দি, লস্কর ইউনিয়নের অলিপ কুমার ঢালী, চাঁদখালী ইউনিয়নের ধামরাল গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে ঈদ্রিস গাজী, শফিউল মোড়লের ছেলে শামীম মোড়ল, সোলাদানা ইউনিয়নের ভ্যাকটমারী গ্রামের বাবুল সরদারের স্ত্রী মরিয়ম বেগম, পাটকেল পোতা গ্রামের এফাজতুল্লাহ গাজীর ছেলে সাহেব আলী গাজী। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গ্রেফতারী পরোয়া আসামিদের মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।