October 5, 2024, 4:19 am
এস. এম সাইফুল ইসলাম কবির,:বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে আবারও উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে মনোনয়ন দেওয়ার দাবিতে মোংলায় আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১টায় মোংলা পোট পৌরসভার সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে পৌর ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা মোংলা বন্দরকে ঘিরে বর্তমান সাংসদ হাবিবুন নাহারের মাধ্যমে বাস্তাবায়িত সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে তুলে ধরেন।
সমাবেশে বক্তব্য রাখেন— মোংলা পোট পৌরসভার সাবেক চেয়ারম্যান শেখ আবদুস সালাস, মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, মোংলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ইসরাফিল হাওলাদার, ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ কবির হোসেন, সুন্দরবন ইউনিয়ন যুবলীগের সভাপতি আহাদুল ইসলাম, মোংলা পৌরসভার কাউন্সিলর মো. নাসির, শিউলি বেগম, বাহাদুর মিয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
এ সময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে আবারও বর্তমান সরকারের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে আহবান জানান। সমাবেশে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী অংশ নেন।** ছবি সংযুক্ত আছে।