October 9, 2024, 3:05 pm
মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক টাস্কফোর্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ অক্টোবর হইতে ০২ নভেম্বর মোট ২২ দিন ইলিশ ধরা, ক্রয়, বিক্রয় মজুদ, পরিবহন ও বরফ কল বন্ধ রেখে মা ইলিশ রক্ষা করে ইলিশ সম্পদ উন্নয়নের লক্ষ্যে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ১০ অক্টোবর মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ , হারতা ইউপি চেয়ারম্যান অমল মল্লিক , উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস , আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিনুজ্জামান , উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত , বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হাওলাদার, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি,বামরাইল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইউসুব হাওলাদার,শোলক ইউনিয়ন চেয়ারম্যান আঃ হালিম সরদার, জল্লা ইউনিয়ন চেয়ারম্যান বেবি রাণী দাস , মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান।