October 9, 2024, 3:27 pm
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুটি চেক জালিয়াতি মামলায় ১বছর ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামি মোস্তফা কামাল কে গ্রেফতার করেছে। আসামি মোস্তফা কামাল লোহাগড়া উপজেলার জয়পুর ইউপির চাচই ধানাইড় গ্রামের মৃত আহম্মেদ মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার (৯ অক্টোবর) সকালে গোপন সংবাদরে ভিক্তিতে লোহাগড়া থানার এসআই তৌফিক আহম্মেদ টিপু, এস আই ফিরোজ ইকবালসহ সঙ্গীয় র্ফোস নিয়ে অভিযান চালিয়ে জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদরিা খাতুন বলেন, চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি মোস্তফা কামাল কে আদালতের মাধ্যমে সোমবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।