October 5, 2024, 2:47 am
খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা)প্রতিনিধি
১০ অক্টোবর, ২০২৩ রোজ শনিবার বেতাগীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বেতাগী উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের সম্মানিত সেক্রেটারি অ্যাড. মোঃ আবদুল মোতালেব মিয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিট লেভেল অফিসার এম.এ করিম, ইয়ুথ কমিশন মেম্বার মেহেদি হাসান মুসা, বরগুনা ইউনিটের যুব প্রধান মোঃ আবদুর রহমান সজিব, উপ যুব প্রধান-২ মোঃ সজিব হোসেন, আইসিটি ও মিডিয়া বিভাগীয় প্রধান মোঃ আমিরুল ইসলাম, প্রশিক্ষণ বিভাগীয় উপ প্রধান মোঃ জিসানুর রহমান তানিম।
বেতাগী উপজেলা শাখার দলনেতা মোঃ সোহেল মীর এর সভাপতিত্বে বেতাগী উপজেলা শাখা সহ বিভিন্ন স্কুল ও কলেজ যুব রেড ক্রিসেন্ট শাখার সদস্যরা এতে অংশগ্রহণ করেন। বেতাগী উপজেলা শাখার পক্ষে যুব সদস্য মোঃ ইমরান হোসেন চলমান বছরে তাদের বাস্তবায়নকৃত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অতিথিদের কাছে তুলে ধরেন। উপজেলা যুব সদস্যসহ বিভিন্ন স্কুল কলেজ শাখার যুব সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চাওয়া পাওয়াগুলো প্রধান অতিথির কাছে তুলে ধরলে প্রধান অতিথি সাধ্যমত সেগুলো পূরণের আশ্বাস প্রদান করেন।
আলোচনা শেষে অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি ও বরগুনা ইউনিটের সেক্রেটারি মহোদয় বেতাগী উপজেলা যুব রেড ক্রিসেন্ট কে একটি প্রাথমিক চিকিৎসা বক্স, মাস্ক ও প্রশিক্ষণের সার্টিফিকেট প্রদান করেন।