October 14, 2024, 8:24 pm
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় আবাসন প্রকল্পের পুকুরে গোসল করতে নেমে আরিফুল সরদার(৬) নামে এক শিশুর ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃতের স্বজনরা জানান, উপজেলার হরিঢালী ইউনিয়নের সলুয়া আবাসন প্রকল্পের বাসিন্দা মিঠুন সরদারের শিশু পুত্র আরিফুল সরদার(৬) মঙ্গলবার দুপুরে পুকুর বন্ধুদের সাথে গোসল করতে যায়। এ সময় বন্ধুরা তাাকে দেখতে না পেয়ে তার পিতাকে জানায় সে পুকুরে ডুবে গেছে। তাৎক্ষনিক পিতা মিঠুন পুকুরে নেমে চেষ্টা করতে থাকে। এ সময় তার পিতার পায়ে ডুবন্ত শিশু বেধে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা।