October 13, 2024, 5:35 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকা থেকে ২৫ টি ইয়াবা বড়ি সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে কপিলমুনি বাজারের বাবু মীরের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার তালা থানার কানাইদিয়া গ্রামের কোমর গাজীর ছেলে রহমত গাজী (৩৮)।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল বলেন, গোপন সংবাদের ভিত্ততে বৃহস্পতিবার রাতে উপজেলার কপিলমুনি বাজার এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদ পাই। এ সময় উপ-পুলিশ পরিদর্শক সুজিত ঘোষ অভিযান চালালে পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর সময় রহমতগাজী নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। তার স্বীকারোক্তি তার পরিহিত প্যন্টের পকেট থেকে ২৫ টি ইয়াবা বড়ি বের করে দেয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দিয়ে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।