October 14, 2024, 10:10 pm
এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নাজমুল হুদা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার(অতিরিক্ত দায়িত্ব) আলমগীর কবির ও আ.লীগ নেতা সরদার আব্দুর রউফ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি