October 12, 2024, 3:01 am
এস. এম সাইফুল ইসলাম কবির :বাগেরহাটের ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।
সোমবার (২রা অক্টোবর) বিকেলে অভিযানে এসব ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এসময় পেশকার মো. মিজানুর রহমান সহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
যেসব প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে সেগুলো হচ্ছে লাইসেন্স নবায়ন না করায় নিউ চায়না ডায়াগনষ্টিক সেন্টারে ৩হাজার, লাইসেন্স না থাকায় এএইচ ভেটেরিনারি ওষুধের দোকানে ১হাজার বিসমিল্লাহ ভেটেরিনারিতে ওষুধের দোকানে ৫’শ এবং পেট্রোল-ডিজেল বিক্রেতা রফিকুল ইসলামকে ৫’শ টাকা জরিমানা করা হয়েছে।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী বলেন প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অভ্যাহত থাকবে বলে তিনি জানান।