October 14, 2024, 9:59 pm
মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার: পটিয়ার আলমদার পাড়া বায়তুশ শরফ কমপ্লেক্স পরিচালনা কমিটি ও শাহ্ জব্বারিয়া তরুণ সংঘের যৌথ উদ্যোগে বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩৯তম তামাদ্দুনিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রদের সংবর্ধনা ও দোয়া মাহফিল শনিবার ৩০ সেপ্টেম্বর সকালে মাদ্রাসা হলরুম প্রাঙ্গণে আলমদার পাড়া বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ নছিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমদার পাড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ও আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব মাকসুদ আলম আলমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রহমতউল্লাহ চৌধুরী,শওকত আলমদার,রফিক চৌধুরী।
আলমদার পাড়া শাহ জব্বারিয়া তরুণ সংঘের সহ সভাপতি আলমগীর বাবু ও সহ সম্পাদক সায়েম মাহমুদ।
সংবর্ধনা ও দোয়া মাহফিলে শিক্ষক ও শিক্ষিকাদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ ইসা,মাওলানা মোহাম্মদ মাহবুব আলম,মাস্টার মোহাম্মদ আবুল হাসেম,দ্বীন ইসলাম,হাফেজ হারুন,হাফেজ কলিমউল্লাহ,হাফেজ আবদুল্লাহ,মামুন উর রশীদ,হুরে জান্নাত,আকলিমা আকতার প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাকসুদ আলম আলমদার বলেন,আলমদার পাড়া বায়তুশ শরফ শাহ্ জব্বারিয়া হেফজখানা ও এতিমখানার ছাত্রদের মধ্যে কেন্দ্রীয় বায়তুশ শরফ পাঁচ দিন ব্যাপী তামাদ্দুনিক প্রতিযোগিতায় মোহাম্মদ জাহিদুল ইসলাম চল্লিশ হাদিস থেকে ১ম স্থান, মোহাম্মদ রিয়াজ উদ্দিন ১০ পারা গ্রুপে ২য় স্থান এবং মোহাম্মদ রিদুয়ানুল করিম ৩০ পারা গ্রুপে ৪র্থ স্থান অর্জন করেছে। আমি তাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
অনুষ্ঠান শেষে মাওলানা আব্দুর রহিম এর মোনাজাতের মাধ্যমে সাফল্য অর্জনকারী সকল শিক্ষার্থীদের মঙ্গল এবং সবার সু-স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।