October 9, 2024, 7:14 pm
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধ এবং আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে বিচার কাজ করার লক্ষে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কোতোয়ালি পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের দায়ে ২৯ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই মনিতোষ মজুমদারের নেতৃত্বে একটি টীম ছোট বাজার এলাকা থেকে নাশকতা মামলার ঘটনার সহিত জড়িত আসামী আহাম্মদ তায়েবুর রহমান হিরন, মাহমুদুর রহমান মামুন, কামরুল, মাজহারুর ইসলাম প্রত্যয়, অন্তর সরকার, এসআই মাসুদ জামালীর নেতৃত্বে একটি টীম রঘুরামপুর এলাকা থেকে একটি রেজিঃ বিহীন চোরাই মোটরসাইকেল সহ চোর শাওন, পাপ্পু মিয়া ও মোকছেদকে গ্রেফতাট করে। এসআই আলী আকবরের নেতৃত্বে একটি টীম চুরখাই বাজার এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী আঃ হান্নান, এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একটি টীম চুরখাই বাজার এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী আবু বক্কর সিদ্দিক, এসআই শামছুজ্জামানের নেতৃত্বে একটি টীম চায়নার মোড় এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী ইনাম আহম্মেদ মুনতাসীর ওরফে মুনতাসীর মনি, মোঃ ওমর ফারুক, এসআই মোঃ সাইদুর রহমান, ২নং ফাঁড়ির নেতৃত্বে একটি টীম নওমহল এলাকা থেকে মাদক মামলার আসামী মোঃ স্বপন মিয়াকে ২৪০ গ্রাম গাঁজা সহ, এসআই মোঃ রুবেল মিয়া, ১নং ফাঁড়ির নেতৃত্বে একটি টীম বড় বাজার এলাকা থেকে মাদক মামলার আসামী মোঃ আজাহার হোসেন মুলতানকে হেরোইন সহ,
এসআই আশরাফুল আলম, এএসআই নূরে আলম দ্বয়ের নেতৃত্বে একটি টীম সিটিকর্পোরেশন এলাকায় জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে আসামী মোঃ আক্কাস আলী, মামুন, রাজিব, ইব্রাহিম, মোঃ সাব্বির, মোঃ মোস্তফা, মোঃ জাহিদ, মোঃ সোহেল মিয়াকে গ্রেফতার করে।
এছাড়া এসআই সাজ্জাদ হোসেন, এএসআই হুমায়ুন কবির, কাজল মিয়া, মিজানুর রহমান পরোয়ানাভুক্ত আরো চার পলাতককে গ্রেফতার করে। তারা হলো, আরশাদ আলী, মোঃ মঞ্জরুল হক, কামরুল, মোঃ পটল মিয়া। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওসি জানায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ও অপরাধুক্ত ময়মনসিংহ উপহার দিতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।