October 9, 2024, 5:00 pm
মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ ” শেখ হাসিনার বারতা , নারী পুরুষ সমতা ” বিনিয়োগে অগ্রাধিকার , কন্যা শিশুর অধিকার। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের উজিরপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। ১ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন , সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি , ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মৎস কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।