October 15, 2024, 1:00 am
কুমিল্লা থেকে,মহানগর প্রতিনিধি,শরীফুল ইসলাম,
শিক্ষক আর শিক্ষার্থীদের মাঝে সম্পর্ক পিতা মাতার মতো।বাসায় শিক্ষা দেন মা বাবা আর শিক্ষা প্রতিষ্ঠানে প্রকৃত মানুষ গড়তে শিক্ষা দেন শিক্ষকেরা।
তেমন হৃদয় ভরা ভালো বাসা শিক্ষার্থীদের মাঝে ভেসে আসে বুড়িচং এ একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বিদায় কালে।
গত ২১শে সেপ্টেম্বর ,সোনার বাংলা কলেজের(সম্মান ) শ্রেণির হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ সজিবুর রহমান স্যার এর অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা প্রদান করেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
স্যার ছিলেন শিক্ষার্থীদের মধ্যেমনি,তিনি সর্বদাই শিক্ষার্থীদের পাশে ছিলেন,বন্ধুসুলভ আচরণে আবার কখন অভিভাবক।
শিক্ষার্থীগন স্যার এর বিদায়ে আবেগে আপ্লুত হয়ে পরেন শিক্ষকের বিদায় অনুষ্ঠানে।
বিদায় অনুষ্ঠানে বিদায়ি ভাষনে বিদায়ী
স্যার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,তোমরা সকলেই সর্বদা আমার কাছের মানুষ ছিলা,আমি চাই এমন শিক্ষার্থী আমার জিবনে আর না আসুক,
যার ফলে তোমাদের স্থান সর্বদা উপরে থাকবে। আমার কাছে এবং তোমাদের সর্বপরি কল্যান কামনা করি।
এ সময় শিক্ষার্থীগন স্যার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে,অশ্রুসিক্ত নয়নে বিদায় দেয়,স্যার কে শিক্ষার্থীরা।এসময় উপস্থিত ছিলেন কলেজের সম্মান বিভাগের শিক্ষার্থী মোঃশরীফুল ইসলাম, মাইনুল ইসলাম, ইফতেখার সহ অনেকে।