October 9, 2024, 8:29 pm
বি এম মনির হোসেনঃ-
বরিশাল জেলার গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে সংগিও অফিসার সহ ঢাকা থেকে গ্রেফতার করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা মামলার আসামী কাইফি শিকদারকে। মামলায় বাদী উল্লেখ করেন, গত ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে বাদি গৌরনদী বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে অবস্থানকালিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক চালানোর সময় নিউমেরিক আইডি ১০০০০৬৯৮৭৫১৯২৩৬ দিয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাক্রোঁ’র অভ্যর্থনার ও কুশল বিনিময়ের একটি ছবি ব্যবহার করে কটুক্তির স্ট্যাটাস দেন। উক্ত পোস্ট মূহুর্তের মধ্যে ভাইরাল হয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক কাইফি শিকাদার মিমি(২৫) উক্ত আইডিটি ব্যবহার করে আসছিল। তার পিতা আবুল শিকাদার উক্ত পোস্টটি ফটোকপি করে এলাকায় বিতরণ করেছে। গত ১৩ সেপ্টেম্বর বিকেল সোয়া ৪টার দিকে উত্তর বিজয়পুর এলাকায় কাইফি শিকদারের বাড়ির কাছে আকস্মিকভাবে ২০-২৫ জনে দলবদ্ধ হয়ে শক্তির মহড়া প্রদর্শন করে স্থানীয় জনসাধারনের মধ্যে এাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামি করে ১৪ সেপ্টেম্বর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পরে গৌরনদী পৌর বিএনপির যুগ্ন-আহ্বায়ক আবুল কালাম শিকদারকে গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরন করা হয়ে ছিল। পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে ওই মামলার প্রধান আসামী সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক কাইফি শিকদার মিমি(২৫)কে গ্রেফতার করে গৌরনদী মডেল থানায় আনা হয়েছে। ২৭ সেপ্টেম্বর বুধবার তাকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। এব্যাপারে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন সাংবাদিক দের বলেন, প্রধানমন্ত্রীকে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দলবদ্ধ হয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামি করে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছে। ওই মামলার আসামী সরকারী গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক কাইফি শিকদার মিমি(২৫)কে ঢাকা থেকে আমার নেতৃত্বে গ্রেফতার করে গৌরনদী মডেল থানায় নিয়ে আসি এবং গ্রেফতার কৃত আসামিকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।