October 13, 2024, 4:03 pm
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
“তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব” এই প্রতিপাদ্য কে সামনে রেখে চারঘাটে পালিত হল আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩।
দিবসটি উপলক্ষে চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঞ্জুরা মুশাররফ, চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাছ, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ও চারঘাট উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি সাইফুল ইসলাম বাদশা।
এ ছাড়া উপস্থিত ছিলেন, শিক্ষক, সাংবাদিক ও উপজেলার প্রশাসনের কর্মকর্তাগন।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী