October 5, 2024, 2:40 am
প্রেস বিজ্ঞপ্তি
বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর কর্তৃক সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য আলামত জব্দ হয়েছে।
অদ্য ২৬.০৯.২০২৩ ইং তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানে-
নিয়মিত মামলা প্রদান প্রক্রিয়াধীন : ১. মেসার্স তিস্তা পিউরিফাইড ড্রিংকিং ওয়াটার, বনবিথী, হাউস-১২, রোড-৪, শ্যামলী লেন, মহানগর, রংপুর, পণ্য- প্যাকেজড ড্রিংকিং ওয়াটার; এবং ২. মেসার্স আপন তামান্না ফুড প্রোডাক্টস, মহব্বত খা, উমরকুটি, মহানগর, রংপুর, পণ্য-চিপস (পাখি ও বাইসাইকেল) ও চানাচুর (আপন) ; প্রতিষ্ঠান ২টির স্বত্ত্বাধিকারীর বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত মামলা দায়েরের জন্য জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের অফিস প্রধান জনাব মফিজ উদ্দিন আহমাদ, উপপরিচালক (মেট্রোলজি) এর নেতৃত্বে উক্ত অভিযানটিতে আরও উপস্থিত ছিলেন প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম), জনাব মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।