December 4, 2023, 12:12 pm
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৃষিতে প্রযুক্তি ব্যবহার করতে হবে৷ কৃষি প্রযুক্তি দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে কৃষি আধুনিকায়ন ত্বরান্বিত হবে ৷
সোমবার (২৫শে সেপ্টেম্বর ) স্মার্ট কৃষি, স্মার্ট প্রযুক্তি, স্মার্ট বাংলাদেশ শ্লোগসন বাস্তবায়নে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) জলবায়ু বান্ধব কৃষি এর অংশ গ্রহণে সদর উপজেলা কৃষি সম্প্রসানের উদ্যোগে আয়োজিত
আয়োজিত ৩দিন ব্যাপী কৃষি মেলা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্যে এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়রা বেগম সাথী।
বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, আমাদের অর্থনীতি কৃষিভিত্তিক ৷ কৃষি হলো আমাদের অর্থনীতির অন্যতম প্রধান খাত ৷ কৃষি যান্ত্রিকীকরণ করা হলে কৃষকরা আধুনিক চাষাবাদে অভ্যস্ত হতে পারবে৷ কৃষি যান্ত্রকীকরণ ও উন্নত প্রযুক্তির সমন্বয় কৃষিকে সমৃদ্ধ করবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের আশরাফ হোসাইন বলেন, স্বাধীনতার সময় থেকে আমাদের যে উন্নয়ন তাতে কৃষির অবদান অনেক বেশি৷ দেশের সংকটকালীন অবস্থায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নের নীতি গ্রহণ করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি ৷ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কৃষি ও কৃষকদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে ৷
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সরকার ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল রহমান,বোরর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আশরাফুল আলম প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।