October 9, 2024, 1:09 pm
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদর উপজেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার প্রত্যয়ে জাতীয় পার্টি উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়ন জাতীয় পাটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ই সেপ্টেম্বর) বিকালে ভাবখালী ইউনিয়নের ভাবখালী পুরাতন বাজারস্থ দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভাবখালী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক, ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহফুজুল গণির সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
সভায় ইউনিয়ন কমিটির যুগ্ম আহবায়ক হাতেম আলী, সম্মানিত সদস্য মাইন উদ্দিন, আবুল কাশেম সরকার,কবির সরকার,সুরুজ আলী,মফিজ উদ্দিন সহ জাতীয় পার্টির বিভিন্ন ইউনিট কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৪ আসনে দলীয় একক প্রার্থী এবং পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ এর সহধর্মিণী, জাতীয় পার্টির একজন সৎ ন্যায় নিষ্ঠাবান নেত্রী ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপিকে পুনরায় বিপুল ভোটে জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত করে সদর উপজেলায় পুনরায় জাতীয় পার্টিকে উজ্জবিত করে ঘরে ঘরে জাতীয় পার্টির দুর্গ গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।