October 13, 2024, 5:28 pm
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডে চুরি ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে ১নং ওয়ার্ডের কুন্ডু বাড়ির উঠানে এ সভা অনুষ্ঠিত হয় কাউন্সিলর জাহিদ হোসেন সরদারের সভাপতিত্বে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুব্রত লাল কুন্ডু, বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিক সুজন হালদার, বানারীপাড়া থানার সহকারি পুলিশ পরিদর্শক মো. আল-মামুন ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তপন কৃষ্ণ কুন্ডু।
মোল্লা সজিব সুজনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে প্রশ্ন উত্তর পর্বে কথা বলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক যুবনেতা সুমম রায় সুমন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ খান, মোসাম্মাৎ সুমনা, মো. শাহেবালি ও শ্রী রমেন প্রমূখ। বক্তারা তাদের কথায় মাদক ও চুরির বিষয়ে কোন ছাড় নয় উল্লেখ করে বলেন, যাদের কারণে ১নং ওয়ার্ডে একের পর এক চুরি সংঘঠিত হচ্ছে তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে হবে। এখানে ভাঙ্গারী ব্যবসায়ীরা চোরাই মালামাল ক্রয় করে থাকেন প্রায়শই এই কথা শোনা যাচ্ছে। আপনারা পুরাতন মালামাল ক্রয় করার সময় বিবেচনা করবেন। যদি মনে হয় এটা চোরাই মাল তবে সাথে সাথে প্রশাসনকে অবহিত করবেন। মাদক ক্রয়ের টাকা না পেলেই মূলত চুরিটা বেড়ে যায় ১নং ওয়ার্ডে। আর চুরি করেই নিমিশের মধ্যে ভাঙ্গারীর দোকান গুলোতে মালামাল বিক্রি করতে পারছে বলেই নিরাপদে থাকছে চোরেরা। বিষয়টির ওপরে অবশ্যই ভাঙ্গারী ব্যবসায়ীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কেননা আপনারাও এই ওয়ার্ডেই বসবাস করেন, তাই ওয়ার্ডের ভালোমন্দ সবাইকে মিলেই মোকাবেলা করতে হবে।
মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সাথে কাউন্সিলিং করার ওপরে গুরুত্বরোপ করেন বক্তারা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. খাদেম আলী সরদার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই, জিয়া উদ্দিন আহমেদ ছিরণ, ডাক্তার নাসির সরদার, সাংবাদিক আব্দুল আউয়াল, ডাক্তার সাগর চন্দ্র শীল, শাহে আলম, সাবেক সেনা সদস্য মো. নুরুল ইসলাম, ত্রিদেব রায়, বিএনপি নেতা জামাল হাওলাদার, সোহেল হাওলাদারসহ উত্তরপাড় বন্দর বাজারের সকল ব্যবসায়ী ও অটোগাড়ির মালিক এবং ড্রাইভারসহ ওয়ার্ডের বাসিন্দারা।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: