October 9, 2024, 7:58 pm
(রিপন ওঝা, মহালছড়ি)
খাগড়াছড়ির মহালছড়িতে মহালছড়ি ট্রাক ও মিনিট্রাক মালিক সমবায় সমিতি লিঃ ও ট্রান্সপোর্ট এজেন্সী অফিস উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর, মহালছড়ি জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহরিয়ার সাফকাত ভূইয়া।
উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বাবলু চৌধুরী এবং সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ ও ১নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল।
মহালছড়ি ট্রাক ও মিনিট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেড কমিটিতে সভাপতি মোঃ ফরিদ সওদাগর ও সাধারণ সম্পাদক কাজল দাশ, কোষাধ্যক্ষ সাপলু চৌধুরী আত্মপ্রকাশ ঘটে।
ফিতা ও কেক কেটে মহালছড়ি ট্রাক ও মিনিট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেড ও এজেন্সী অফিসের শুভ উদ্বোধন করা হয়। মহালছড়ি ট্রাক ও মিনিট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট কল্যাণ তহবিলে নগদ অর্থ সহায়তা করেন।
উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান, কাঠ ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনু, সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহাজাহান পাটোয়ারী, উপজেলার সাবেক সভাপতি মোঃ হোসেন বাবু, উপজেলা বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেন মোঃ রেজাউল হক মাসুদ, মোঃ মনিরুল ইসলাম মনির, মোঃ ইসমাইল হোসেন, মোঃ আব্দুল সাত্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, রাসু সিংহ, মোঃ শাহাদাত হোসেন,মাইসছড়ি ও সিন্দুকছড়ি হতে আগত মালিক ও চালকগণ উপস্থিত ছিলেন।
আজ ২১সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার অস্থায়ী কার্যালয়ে ২৪মাঈল নামক স্থানে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয় এবং বেলুন উড়িয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।