October 14, 2024, 11:39 pm
আরিফ রববানী ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীতে মোবাইল ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার আওতাধীন ১নং ফাঁড়ি পুলিশ। ফাঁড়ি পুলিশের ইনচার্জ ওয়াজেদ আলীর দিকনির্দেশনা মোতাবেক পুলিশ উৎ পেতে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন নগরীর কৃষ্টপুর পরিত্যাক্ত রেলওয়ে কলোনীর বাসিন্দা মৃত মীর আহমেদ হ্রদয় এর ছেলে আদালতে বিচারাধীন একাধিক ছিনতাই মামলার অভিযুক্ত আসামি সাজ্জাদ হোসেন রিফাত ( ২৪) এবং পাটগুদাম আটানী পুকুর পাড় এলাকার বাসিন্দা মৃত – মোখলেছ মিয়ার ছেলে পেশাদার চিহ্নিত ছিনতাইকারী ইয়াসিন মিয়া ( ২০)।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে ব্রীজ মোড় এলাকায় মোবাইল ছিনতাই কালে তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে ফাঁড়ি পুলিশ । ফাঁড়ি ইনচার্জ ওয়জেদ আলী এর আগেও ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার চৌকস অফিসার ইন্সপেক্টর অপারেশন হিসাবে দায়িত্ব পালন কালেও এক ছিনতাই কারী কে হাতেনাতে ধরে আলোড়ন সৃষ্টি করেছিলেন।
কোতোয়ালি মডেল থানার ১নং ফাঁড়ি ইনচার্জ ওয়াজেদ আলী বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন- নগরীর ব্রীজ মোড় এলাকার বাসস্ট্যান্ডে ছিনতাইকালে সাজ্জাদ হোসেন রিফাত ও ইয়াসিন মিয়া কে হাতেনাতে গ্রেফতার করা হয়। ছিনতারীদের দুই জনের মাঝে একজন জাগিয়ে ধরে অন্যজন বাস এর গ্লাস দিয়ে যাত্রীর মোবাইল চুরি করেই দৌড় দেয় বলেও জানান ইনচার্জ ওয়াজেদ আলী।
তিনি জানান- জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা স্যারের দিক নির্দেশনা মোতাবেক নগরীকে অপারাধমুক্ত করতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ স্যারের নেতৃত্বে চুরি ছিনতাই, ডাকাতি ও দুর্ঘটনা প্রতিরোধে অবিরাম কাজ করে যাচ্ছে কোতোয়ালি মডেল থানার আওতাধীন ১নং ফাঁড়ি পুলিশ। সেই ধারাবাহিকতায় সোমবার নগরীর ব্রীজ মোড় এলাকায় গেলে ছিনতাইয়ের চেষ্টাকালে এস.আই সজিব সহ পুলিশের একটি চৌকস টিম সাজ্জাদ হোসেন রিফাত ও ইয়াসিন মিয়াকে হাতেনাতে ধরেছে পুলিশ।
পুলিশ জানায় ধৃত সাজ্জাদ হোসেন রিফাত এবং ইয়াসিন পেশাদার মোবাইল ছিনতাইকারী এরা দীর্ঘদিন যাবৎ নগরীর পাটগুদাম ব্রীজ মোড় বাসটার্মিনাল ও আশপাশ এলাকায় পথচারী ও বাস যাত্রীদের মোবাইল ছিনতাই তাদের পেশা এ অবস্থায় ঘটনার দিন ১৮ সেপ্টেম্বর সোমবার ফাঁড়ি পুলিশ দল অভিনব কায়দায় অভিযান চালিয়ে ছিনতাইকারী দ্বয়কে মোবাইল ছিনতাইকালে হাতে নাতে গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে সক্ষম হয়েছে
পথচারীদের মতে- ময়মনসিংহ নগরী এলাকাকে চুরি ছিনতাই মুক্ত করতে প্রায়ই সিভিলে টহল দেন ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলীর নেতৃত্বে ১নং ফাঁড়ি পুলিশ । জনগনের জান মাল হেফাজত করার জন্য ফাঁড়ি ইনচার্জ ওয়াজেদ আলীর নেতৃত্বে সঠিক ভাবে আইনশৃঙ্খলা রক্ষা কারী বাহীনী পুলিশ কাজ করে যাচ্ছে । নগরীকে চুরি ছিনতাই মুক্ত করতে তার এমন অভিযানে সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্যবসায়ী ও নগরীতে কেনাকাটা করতে যাওয়া সাধারণ মানুষ ও ব্রীজ মোড় এলাকা দিয়ে পথ যাত্রীরা।