October 9, 2024, 2:04 pm
প্রেস বিজ্ঞপ্তি
কুড়িগ্রাম জেলায় বিএসটিআই মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় ১৩ হাজার টাকা জরিমানা এবং বিএসটিআই রংপুরে অবৈধ সয়াবিন তেল বোতলাজাতকারীদের সাথে সুশাসন প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
অদ্য ১৯.০৯.২০২৩ খ্রিস্টাব্দে উপজেলা প্রশাসন, নাগেশ্বরী, কুড়িগ্রাম এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে কুড়িগ্রাম জেলায় নাগেশ্বরী উপজেলায় ০১ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
উক্ত ভ্রাম্যমান আদালতে-
(১) মেসার্স বগুড়া দই ঘর, উপজেলা পরিষদ মার্কেট, নাগেশ্বরী, কুড়িগ্রাম (২) মেসার্স প্রিয়াংকা সুইটস, নাগেশ্বরী, কুড়িগ্রাম উক্ত প্রতিষ্ঠানদ্বয়ের ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ না থাকার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১) /৪১ ধারা অনুযায়ী যথাক্রমে ৩,০০০/-(তিন হাজার) এবং ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা করা হয়। এছাড়াও নাগেশ্বরী ফিলিং স্টেশন, নাগেশ্বরী, কুড়িগ্রাম ডিজেল ও পেট্রোল পরিমাপে সঠিকতা পাওয়া যায়।
উক্ত ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন জনাব মোঃ কাওসার আহাম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নাগেশ্বরী, কুড়িগ্রাম। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌঃ প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি)। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব প্রকৌঃ ইশতিয়াক আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম)
এছাড়াও বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের সভাকক্ষে অত্র কার্যালয়ের অফিস প্রধান জনাব মফিজ উদ্দিন আহমাদ, উপপরিচালক এর সভাপতিত্বে রংপুর বিভাগের ০৭ জন অবৈধ সয়াবিন তেল বোতলজাতকারী প্রতিষ্ঠানের সাথে সুশাসন প্রতিষ্ঠায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন অবৈধ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর মতামত গ্রহণের পর সভাপতি তার বক্তব্যে বলেন, অবৈধ পণ্যের ব্যাপারে জিরো টলারেন্স অবলম্বনে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর সচেষ্ট থাকবে। সবাইকে নিয়ম মেনে এ ব্যবসার সাথে জড়িত থাকার জন্য উদাত্ব আহŸান জানান।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
আপনার বিশ্বস্ত,