December 30, 2024, 2:54 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
বানারীপাড়ায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্থ রোগী গুরুতর আহত কালীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন ও কমিটি গঠন বাংলাদেশ জাতীয়াতাবাদীদল ২ নং আন্দলবাড়িয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী সমাবেশ বরগুনায় তারুণ্যের উৎসবে ইয়োথ ক্লাইমেট সামিট অনুষ্ঠিত কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করতে ওসি চাঁদ এর আহ্বান উজিরপুরে তারুন্যের উৎসব পালিত বিশিষ্ট কবি ও লেখক ডাঃ আব্দুল হালিম মাস্টার এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা  ভালুকায় তারুণ্য উৎসব পালন করতে ইউএনও’র মাসব্যাপী কর্মসূচি মোরেলগঞ্জে ধুমপান ও তামাকজাতদ্রব্য ব্যাবহার নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির এৈমাসিক সভা
রওশন এরশাদের নেতৃত্বে জাপাকে শক্তিশালী করতে চর ঈশ্বরদিয়ায় নেতৃবৃন্দকে সেলিমের আহবান

রওশন এরশাদের নেতৃত্বে জাপাকে শক্তিশালী করতে চর ঈশ্বরদিয়ায় নেতৃবৃন্দকে সেলিমের আহবান

আরিফ রববানী ময়মনসিংহ।।
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির প্রতিনিধি ও মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম বলেছেন- জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ গরীব মেহনতী মানুষের জন্যই রাজনীতি করেন, তাই রওশন এরশাদ এমপির নেতৃত্বে দলকে শক্তিশালী করতে পল্লীবন্ধুর আদর্শ মেনে গ্রামবাংলার মানুষের সেবায় জাতীয় পার্টির নেতাকর্মীদের নিজেদের আত্মনিয়োগ করতে হবে। মনে রাখতে হবে- গ্রামের মানুষের কল্যাণের জন্যই এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন পল্লীবন্ধু প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন-আগামী নির্বাচনে বেগম রওশন এরশাদ এমপি যদি আবারো নির্বাচিত হয়ে বিরোধী দলীয় নেতা হন তাহলে ময়মনসিংহে নারীদের পুনর্বাসনের প্রস্তাব করা হবে।

শনিবার (১৬সেপ্টেম্বর) বিকালে উপজেলার ৬ নং চর ঈশ্বরদিয়া ইউনিয়নে চর হরিপুর আদর্শ বিদ্যানিকেতন মাঠে ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশে এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আউয়াল সেলিম বলেন- ময়মনসিংহ সদর,মহানগর শক্তিশালী হলে সারাদেশের জাপা নেতাকর্নীরা রওশন এরশাদ এমপির নেতৃত্বে মাঠ পর্যায়ে অনুপ্রাণিত হবে। তিনি বলেন-সকলের প্রচেষ্টায় সম্মেলনের মহানগরের ওয়ার্ড কমিটিগুলো গঠনেের প্রস্তুতি চলছে। তিলে তিলে গড়ে ওঠা মহানগর জাতীয় পার্টি এখন অধিকতর শক্তিশালী। পল্লীবন্ধু এরশাদের আদর্শ বাস্তবায়নে মহানগর জাতীয় পার্টি বেগম রওশন এরশাদের নেতৃত্বে সব সময় মাঠে ছিল, ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন-আমরা সবাইকে নিয়েই রাজনীতি করব। দলের শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বেগম রওশন এরশাদ যতদিন বেঁচে আছেন তিনিই আমাদের নেতা।

এর আগে সম্মেলনের প্রধান অতিথি আব্দুল আউয়াল সেলিম এর মাধ্যমে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি মোবাইলে কর্মী সমাবেশে উপস্থিত সকলের খোঁজ খবর নেন ও সকল বিভেদ ভুলে গিয়ে এক সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন।

কর্মী সমাবেশ উদ্ধোধন করেন ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ ইদ্রিস আলী। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দুলাল।

৬ নং ইউনিয়নের সভাপতি মেজবাহ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহানের সঞ্চালনায় কর্মীসম্মেলনে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ নূরু,লাল মিয়া লাল্টু, সাব্বির হোসেন বিল্লাল, শাহজান মিয়া, মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক এবিসিদ্দিক, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল লতিফ সরকার প্রমুখ। এছাড়াও সভায় সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব আবজাল হোসেন হারুন, তোফাজ্জল হোসেন দারোগা, জাতীয় যুব সংহতি ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক শরীফ খান মিল্টন,মহানগর যুবসংহতির আহবায়ক রফিকুল ইসলামসহ জেলা,মহানগর,সদর ও চর ঈশ্বরদিয়া ইউনিয়ন জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD