October 5, 2024, 3:34 pm
বি এম মনির হোসেনঃ-
বিভিন্ন আয়োজনে বরিশালের গৌরনদীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উদ্যাপন ও তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১৭ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলার শহীদ সুকান্ত বাবু হলরুমে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।আরো উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু সৈয়দ নজরুল ইসলাম, আব্দুর রব হাওলাদার, আব্দুর রাজ্জাক, ফারুক হোসেন মোল্লা। একইদিন তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।মেলায় সরকারি দপ্তর, পৌরসভা ও সাতটি ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ৩১টি স্টল অংশগ্রহন করে।