October 9, 2024, 6:39 pm
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ১১ বোতল বিদেশী মদসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছেন।
মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিকনির্দেশনা মোতাবেক থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জীর নেতৃত্বে পুলিশ বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ মধ্যপাড়া শিমুলতলী গ্রামে অভিযান চালান। এতে ওই গ্রামের মৃত ময়েজ উদ্দিন সরদারের ছেলে মাদক কারবারি সাইফুল ইসলাম সরদারের বসতবাড়ীর পশ্চিম দুয়ারী শয়ন কক্ষের ভিতর হতে ০১ কেজি শুকনা গাঁজা উদ্ধার করেন পুলিশ। পাশাপাশি তাকেও গ্রেফতার করেন। অপরদিকে ১৩নং শ্রীপুর ইউনিয়নের ফুল মিয়ার বাজারের পূর্ব দিকে পুটিমারী গ্রামে পুলিশ অভিযান চালিয়ে জনৈক নুর মোহাম্মদের বাড়ির উত্তর পূর্বদিকের নদীর বাতা হতে উত্তর শ্রীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাদক কারবারি আমজাদ মিয়া(৪০) কে গ্রেফতার করেন পুলিশ। এসময় তার নিকট থেকে ১১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে,২০২৩; ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ২৪(ক)/৪১ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
এব্যাপারে পুলিশ পরিদর্শক(তদন্ত) এর সাথে কথা হলে তিনি জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মামলা রজ্জু পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।