October 9, 2024, 5:02 pm
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
খুলনা পাইকগাছায় নকল কীটনাশক বিক্রয়ের অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। উপজেলার মৌখালী বাজারের খুচরা সার ডিলার সাবিনা ট্রেডার্স এ নকল কীটনাশক বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন রোববার বিকালে ওই দোকানে অভিযান পরিচালনা করেন।
এ সময় নকল কীটনাশক পণ্য আলটিমা প্লাজ (মিমপেক্স) বিক্রয়ের অভিযোগের সত্যতা পান। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনের আওতায় ব্যবসায়ী মনজুরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাস ও পেশকার মোহাম্মদ ইব্রাহিম।