October 12, 2024, 2:15 am
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে ৫০তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীস্মকালীন ক্রিড়া প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়েছে। সোমবার(১১সেপ্টেম্বর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে চায়না মাঠে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মো.নজরুল ইসলাম’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর ও বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল বাশার তালুকদার,বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন আলো, শিক্ষক জাকির হোসেন প্রমুখ। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এ ক্রিড়া প্রতিযোগিতার শুভ উদ্ধোধন ঘোষনা করা হয়।