October 13, 2024, 8:36 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়ী ফিরলো বিল্লাল কাজী (২৫) নামে এক ভ্যান।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি চরপাড়া গ্রামের একটি খাল থেকে ওই ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ভ্যান চালক বিল্লাল কাজী কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি চরপাড়া গ্রামের খায়ের কাজীর ছেলে।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত বিল্লাল কাজী তার চাচাতো ভাই রাহের কাজীর সাথে গভীর রাত ২টার দিকে খালে মাছ ধরতে যায়। পরে ভোরের দিকে বিল্লাল ফিরে না আসলে রাহে চলে আসে।
পরে মঙ্গলবার সকালে খালের মধ্যে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে রামদিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। #