October 12, 2024, 2:20 am
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগে কিশোর ও যুবকদের মসজিদ মুখী ও ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ব্যাতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের
সাতবাড়িয়া জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দগন।৪০ দিন টানা ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা” প্রতিযোগিতার ফলাফল পর্যালোচনা করে ২ (দুই)জনকে একটি করে বাইসাইকেল পুরষ্কার প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সাতবাড়িয়া জামে মসজিদের সম্মানিত খতিব ফারুক আহমদ, সম্মানিত সভাপতি আবু সুফিয়ান ( ঝলক ফ্যাশনের সত্ত্বাধিকারী) সেক্রেটারি আবুল কালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগন।বাইসাইকেল বিজয়ী প্রতিযোগিরা হচ্ছেন অহিদুর রহমানের ছেলে রাকিব ও আলাম মিয়ার ছেলে আজিম। এবিষয়ে জানতে চাইলে মসজিদ কমিটির সভাপতি মোঃ আবু সুফিয়ান মুঠোফোনে গণমাধ্যমকে জানান এলাকার কিশোর _ যুবকদের নেশা ও অশ্লীলতা থেকে দূরে সরিয়ে মসজিদ মুখী এবং নামাজী করতেই আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ।এই উদ্যোগ সমাজ পরিবর্তনে ইতিবাচক সাড়া ফেলবে বলে আমি মনে প্রানে বিশ্বাস করি।