October 5, 2024, 3:07 pm
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্হানীয় জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করার জন্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।
গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ও এসকেএস ফাউন্ডেশন বাস্তবায়িত প্রদৃপ্ত প্রকল্পের আওতায় বেলকা ও কঞ্চিবাড়ি ইউনিয়নের স্থানীয় জনগোষ্ঠীর সেবা নিশ্চিতকরণের জন্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় করছেন উপজেলা কৃষি অধিদপ্তর।
যাতে কৃষকেরা বন্যা সহিষ্ণু ও খরা সহিষ্ণু জাতের ফসল চাষাবাদ করতে পারে। এজন্য বিভিন্ন দিক-নিদের্শনা ও কারিগরি সহায়তা প্রদান করার আশ্বাস দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম, এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি মুন্নি বেগম, উপ-সহকারী কৃষি অফিসার আইয়ুব আলীসহ, বিএডিসি বীজ ও সার ডিলার, বিএসিসি সার ডিলার ও কৃষকবৃন্দ।