June 21, 2025, 8:26 am
পটিয়া প্রতিনিধি:
ত্রিকালদর্শী,শিবকল্পতরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৩তম আবির্ভাব তিথি উপলক্ষে এক সন্মামনা সভা গতকাল বিকালে
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আসকারদিঘীর পশ্চিম পারস্হ বাবার মন্দির প্রান্গনে মন্দির পরিচালনা কমিটির সভাপতি লায়ন দীপক চৌধুরীর সভাপতিত্বে ও বাবু কাঞ্চন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ হিতৈষী ধর্মানুরাগী বাবু অদুল কান্তি চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বাবু চন্দন ধর,শুভেচ্ছা বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু বাবুল দেব রায়,বীর মুক্তি যোদ্ধা পানু লাল সাহা,বাবু হারাধন চক্রবর্তী,উওম রায় চৌধুরী, জয় প্রকাশ দও,খোকন চক্রবর্তী,বিশ্বজিত পাল,সমীর কর,অনজন দে,রাজীব দও,
অলকেশ দাশ অপু,সরোজ কান্তি চৌধুরী,প্রনয় দাশ,খোকন চক্রবর্তী
প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সনাতনী সমাজ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে,বৈশ্বিক পরিবেশ এবং বর্তমান সমাজ ব্যবস্হা ক্রমশ:অধার্মিকতায় গ্রাস করছে।এর থেকে পরিত্রান পেতে হলে যুব সমাজকে সংগঠিত করে নব- উদ্যেমে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
ছবির ক্যাপশনঃ লোকনাথ ব্রহ্মচারী আভির্বাব দিবসে আসকারদীঘির মন্দিরে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাবু অদুল চৌধুরী।