October 13, 2024, 5:21 pm
ষ্টাফ রিপোর্টারঃ
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির প্রধানপৃষ্টপোষক বেগম রওশন এরশাদ এমপিকে ময়মনসিংহ-৪সদর আসনে আবারো নির্বাচিত করে চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে নিয়মিত দলীয় কার্যালয়ে জাতীয় পার্টি নেতাকর্মী ও জনসাধারণকে নিয়ে বৈঠক ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম।
সেই ধারাবাহিকতায় শনিবার (৯সেপ্টম্বর) সন্ধ্যা ময়মনসিংহের জাতীয় পার্টি কার্যালয় সুন্দর মহলে মতবিনিময় করতে দেখা যায়। একই সাথে তিনি মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম কে শক্তিশালী করতে প্রতিদিন একটা-দুইটা করে ওয়ার্ড কমিটি চাঙা করতে নেতাকর্মীদের নিয়ে আলোচনা করে যেখানে কমিটি দুর্বল সেখানে কমিটি গঠন কার্যক্রম চালাচ্ছে।
জানতে চাইলে আবদুল আউয়াল সেলিম বলেন, বেগম রওশন এরশাদের নেতৃত্বে বিরোধী দলের সাথে যোগাযোগ অব্যাহত রেখে বেগম রওশন এরশাদের সাথে পরামর্শক্রমে দেশব্যাপী সরকারের উন্নয়ন দেখে সাধারণ মানুষ এখন পল্লীমাতা বেগম রওশন এরশাদকে বিশ্বাস ও ভালোবেসে ফেলছে। তাঁরা আগামী নির্বাচনে বেগম রওশন এরশাদ এমপির নেতৃত্বে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। এখন কিছু কুচক্রী মহল দেশের দৃশ্যমান উন্নয়ন দেখে, তারা এখন আবোলতাবোল বকছে। পল্লীমাতা বেগম রওশন এরশাদ এমপি যতোদিন আছে, ততোদিন এ উন্নয়ন কেউ দমিয়ে রাখতে পারবে না। তাই জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির প্রধানপৃষ্টপোষক বেগম রওশন এরশাদ এমপিকে ক্ষমতায় বসাতে আমরা ময়মনসিংহ জেলা,মহানগর ও সদর উপজেলা জাতীয় পার্টি ঐক্যবদ্ধ। এসময় মহানগর জাতীয় পার্টির আহবায়ক ডাঃ কে আর ইসলাম,জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ নুরু, সাবেক কাউন্সিলর আব্বাস আলী তালুকদার,শাহজাহান মিয়া,মহানগর জাপা নেতা এবি ছিদ্দিক,দাপুনিয়া ইউনিয়ন কমিটির আহবায়ক সুরুজ আলী,সদস্য সচিব আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।