October 13, 2024, 5:29 pm
ষ্টাফ রিপোর্টারঃ
জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে, আত্মহত্যা প্রবণতা হ্রাস, কিশোর অপরাধী নিয়ন্ত্রণের লক্ষে ও সমাজে চলমান অপরাধ নিয়ন্ত্রণে মাদ্রাসার শিক্ষক-ছাত্রদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।
রবিবার (১০সেপ্টেম্বর) দুপুরে কোতোয়ালী মডেল থানা এলাকার মধ্যবারেরা নিজামিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় কালে তিনি এ আহবান জানান।
এসময় তিনি বলেন-জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে, আত্মহত্যা প্রবণতা, কিশোর অপরাধ ও সন্ত্রাসের সাথে পুলিশের কোন আপোষ নয় । মাদক একটি ভয়ানক সামাজিক ব্যাধি। যা সুন্দর একটি সমাজকে ধ্বংস করে দিতে পারে মুহূর্তের মধ্যে। তাই মাদক নির্মূলে কোতোয়ালি মডেল থানা জোড়ালো ভূমিকা পালন করছে। পাশাপাশি এসব এলাকায় যে কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ডের সৃষ্টি না হয় সে বিষয়ে খেয়াল রাখছে। জঙ্গিবাদ,মাদক ও সন্ত্রাসের সাথে পুলিশের পক্ষ হতে কোন প্রকাশ আপোষ হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মামলাসূমহ যথাযথভাবে তদন্ত করা হচ্ছে ।
এসময় থানার বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে মাদ্রাসা শিক্ষকদের সাথে আলোচনা করেন ওসি শাহ কামাল আকন্দ । আলোচনা শেষে স্থানীয় ব্যাক্তিবর্গদের সাথে মতবিনিময় করেন তিনি।
এর আগে ওসি শাহ কামাল আকন্দ কে ফুলেল শুভেচ্ছা জানান মধ্যবারেরা নিজামিয়া মাদ্রাসায়র শিক্ষকরা।